ডিজিটাল ডেস্ক, জেলার খবর: রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পরিবারে এবার করোনার (Corona) হানা । করোনা আক্রান্ত হলেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী লক্ষীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল । যদিও স্মিতা সান্যালের আরো একটি পরিচয় রয়েছে । স্মিতা সান্যাল স্বাস্থ্য দফতরের ডেপুটি সেক্রেটারি ।
করোনা আবহে টানা মাসের পর মাস ধরে পরিষেবা দিয়ে চলেছেন তিনি । কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করা হয় তাঁর । গতকাল সেই রিপোর্ট পজিটিভ আসে। আপাতত ক্রীড়ামন্ত্রীর পরিবারের সকল সদস্য হোম কোয়ারেন্টাইনে আছেন। শীঘ্রই পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা (Corona) পরীক্ষা করা হবে।
এর আগে করোনায (Corona) আক্রান্ত হন রাজ্যের দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বসু ও তাঁর স্ত্রী, বাড়ির পরিচারিকা । কয়েকদিন চিকিৎসা চলার পর তারা সকলেই করোনা মুক্ত হন । এবার করোনার হানা রাজ্যের আরও এক মন্ত্রীর পরিবারে।