26.8 C
Durgapur
Monday, August 2, 2021

করোনা(corona) সংক্রমণ জেলা সহ শহরে অনেকটাই কম

করোনা(corona) সংক্রমণ জেলা সহ শহরে অনেকটাই কম

জলপাইগুড়ি:: করোনা (corona)সংক্রমণ জেলা সহ শহরে অনেকটাই কমেছে। এমনটাই বলছে সরকারি পরিসংখ্যান। কমেছে আক্টিভ কেসের সংখ্যাও। কিন্তু সংক্রমনের গ্রাফ নামতে না নামতেই অসচেতনতার গ্রাফ ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে জলপাইগুড়িতে।
সময়ের পেরিয়ে গেলেও দেদারে চলছে বাজারের বিকিকিনি। গায়ে গা লাগিয়ে কখন ক্রেতারা উঠে পড়ছেন মাছের দোকানে, কখোনো ফলের দোকানে। সামাজিক দূরত্ববিধিকে বুড়ো আঙুল দেখিয়ে শুধু যে ব্যবসা চলছে তা ই নয়। তার চেয়েও ভয়ংকর বিষয়, মাস্ক নেই অধিকাংশের মুখে। যাদের আছে, তারা নামিয়ে রেখেছেন থুতনির নিচে। কেবল তথাকতথিত অশিক্ষিত জনতাই নন, অনেক শিক্ষিত মানুষের ক্ষেত্রেও ছবিটা একই। শহরের স্টেশন বাজার সংলগ্ন এলাকায় টোটো চালক, রিক্সাচালিকদের পাশাপাশি অনেককেই দেখা গেল খালি মুখে ঘুরতে

এই মুহূর্তে

x