20.6 C
Durgapur
Thursday, January 28, 2021

করোনা আতঙ্ক: কাঁকসা হাট বসতে বাঁধা স্থানীয়দের

মনোজিৎ গোস্বামী, কাঁকসা, জেলার খবর : করোনার আতঙ্কের জেরে (Corona Panic) অন্যত্র সরানো হলো কাঁকসার হাটকে।প্রতিসপ্তাহের মতনই রবিবার ও যখন সকালে ব্যবসায়ীরা কাঁকসা হাটে বসতে যান,তখন কাঁকসা হাট সংলগ্ন স্থানীয় বাসিন্দারা তাদেরকে বসতে বাধা দেয়।এর পরে ব্যবসায়ীরা কোন উপায় না পেয়ে কাঁকসা থানার সামনে রাস্তার দু পাশে সবজি নিয়ে বসেন।চলে বিকি-কিনি।

এ বিষয়ে স্থানীয় এক ক্রেতা বলেন করোনার জেরে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত (Corona Panic) হয়ে পড়েছেন। পাশাপাশি গোষ্ঠী সংক্রমন রুখতে নিদিষ্ট স্থানে বিক্রেতাদের বসতে বারণ করেন তারা ।এদিকে রাস্তার দুধারে ব্যবসায়ীরা এভাবে সবজি বিক্রি শুরু করার কারনে সমস্যায় পড়তে হয় সকলকে।দেখা দেয় দীর্ঘ যান-জট। সামাজিক দূরত্বের কোন নিদর্শনই দেখা যায়নি এই বাজারে। যদিও স্থানীয় প্রশাসন তৎপর থাকায় এদিন এই বাজারে ক্রেতা থেকে বিক্রেতা সবাইকেই দেখা গেছে মুখে মাস্ক পড়তে। এবিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন কাঁকসা হাট সংলগ্ন বাসিন্দারা তাদেরকে নির্দিষ্ট স্থানে সবজি নিয়ে বসতে বারণ করেন। কারণ একটাই। করোনা আতঙ্ক।তবে তারা আগামী দিনে দানবাবা মেলা প্রাঙ্গনে এই বাজার খোলার সিদ্ধান্ত নিয়েছেন।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce