25.4 C
Durgapur
Sunday, January 17, 2021

করোনা আক্রান্ত হয়েও মেলে নি চিকিৎসা , ধর্নায় করোনা রোগী

উদয় সিং,আসানসোল: করোনা (Corona) আক্রান্ত হয়েও মেলে নি পরিষেবা , প্রতিবাদে বার্নপুরে সেল এর ইসকো হাসপাতালের সামনে ধর্নায় সামিল হলেন ২ করোনা (Corona) রোগী । শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল বার্নপুর । যে ভাইরাসে মারণ ছোবলের ভয়ে ঘরবন্দি গোটা বিশ্ব । অত্যন্ত সন্তর্পনে চলছে আক্রান্তদের চিকিৎসাব্যবস্থা । হাসপাতাল হোক বা বাড়ি আক্রান্তদের যেখানে ‘আইসোলেটেড’ রেখে চিকিৎসা করা হচ্ছে , সেখানে প্রকাশ্যেই ধর্ণা বিক্ষোভে সামিল হলেন ২ করোনা রোগী ! ইসকো হাসপাতালের এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ইসকো হাসপাতাল চত্বর সহ বার্নপুর জুড়ে।

আক্রান্তরা ওই হাসপাতালেরই ঠিক শ্রমিক বলে জানা গেছে । তাদের অভিযোগ , গত ৩ অগাস্ট তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জন্য কোনো ব্যবস্থায় নেয় নি। পাঠানো হয়নি কোভিড হাসপাতালে। চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি তাদের কোনো সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তাই রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও গতকাল বিকেল থেকে হাসপাতালের বাইরে ধর্নায় বসেছেন আক্রান্তরা। রিপোর্ট হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ।তাই রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও গতকাল বিকেল থেকে হাসপাতালের বাইরে ধর্নায় বসেছেন (Corona) আক্রান্তরা। রিপোর্ট হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ।

আক্রান্তরা জানান, রিপোর্ট পজিটিভ আসার পর হাসপাতাল কতৃপক্ষ তাদের বাড়িতে থাকতে বলে, কিন্তু কোনও সুযোগ-সুবিধা দেয় নি । তাই কিছুটা সুস্থ হয়ে ওঠার পর বৃহস্পতিবার হাসপাতালের সামনে আন্দোলন শুরু করেন আক্রান্তরা । প্রথমে হাসপাতালের মূল ফটকের সামনে ধর্ণায বসলেও পরে তারা হাসপাতালের ভেতরেও চলে যান। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বার্নপুর জুড়ে

এই মুহূর্তে

x