মনোজিৎ গোস্বামী, কাঁকসা: বাংলা আবাস যোজনার প্রকল্পে ফের দুর্নীতির অভিযোগ। এবার অভিযোগ আনলেন কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দারা । ঘটনায় বিডিওর (BDO) দ্বারস্থ হয়েছেন গ্রামের মানুষজন।
বাসিন্দাদের অভিযোগ, বাংলা আবাস যোজনার প্রকল্পের যারা প্রকৃত দাবিদার তাদের বাড়ি না দিয়ে পরিবর্তে যাদের পাকা বাড়ি আছে তাদের এই সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। অথচ এলাকায় এমন অনেক মানুষ আছে যাদের বাড়ি ভেঙে গেছে, জোটে নি ত্রিপল টুকুও।তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। অগত্যা ভগ্নপ্রায় বাড়িতেই দিন কাটাতে হচ্ছে তাদের।
বৃহস্পতিবার নিজেদের সেই সমস্যার কথা তুলে ধরে স্থানীয় বিডিও (BDO)র দ্বারস্থ হল ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দারা। কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর এলাকায় বাংলা আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এদিন কাঁকসা বিডিওকে (BDO) ডেপুটেশন জমা দেন তারা । ঘটনার য্থায্থ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট ব্লক আধিকারিক।