29 C
Durgapur
Monday, August 2, 2021

স্বাস্থ্যবিধি (covid protocol) মানা হচ্ছে না শহর জলপাইগুড়িতে

স্বাস্থ্যবিধি(covid protocol) মানা হচ্ছে না শহর জলপাইগুড়িতে

জলপাইগুড়ি:: স্বাস্থ্যবিধি (covid protocol)মানা হচ্ছে না শহর জলপাইগুড়িতে । উদ্বিগ্ন জেলা প্রশাসন ও পুর কর্তৃপক্ষ। মাস্ক বিহীনদের সচেতন করতে এবার ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন অনুযায়ী শাস্তি মূলক ব‍্যবস্থা জেলা প্রশাসনের উদ্যোগে কমিটি গঠন করে নেওয়ার কথা জানান প্রশাসক বোর্ডের চেয়ারপার্সেন পাপিয়া পাল। তিনি আরও বলেন বাজারে আসা ক্রেতারা , যানবাহনে চলাচল মাক্সহীন মানুষদের মধ্যে আইনুনক ব্যাবস্থা নেওয়া, দরকার হলে শহরে ঢোকার মুখে নাকা চেকিং করে সাধারণ মানুষদের সচেতন করা হবে । সব কিছুই করা হবে মানুষের স্বার্থে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং সংক্রমণ রুখতে বাজার গুলি বর্তমানে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু তবু ও বাজার গুলিতে মাক্স ছাড়া দেখা যাচ্ছে অনেক কেই ঘুরতে । এসব বন্ধ করতে হবে । এই কাজে শুধু পুর সভার একার পক্ষে সম্ভব নয়। শনিবার পুলিশ প্রশাসন , ব্যাবসায়ী সং গঠন , টোটো ইউনিয়ন সবাইকে নিয়ে তৃতীয় ঢেউয়ের আগে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত জলপাইগুড়ি হল পুরসভায়। সিদ্ধান্তের বিষয়ে পরবর্তীতে জেলা শাসকের সঙ্গে প্রশাসনিক বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পাপিয়া পাল। পাশাপাশি শহরের ১২হাজার টোটো রয়েছে। টোটোর নিয়ন্ত্রণে বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে আলোচনার পড়ে। টোটোচালক এবং টোটোর যাত্রীদের মাস্ক পড়া বাদ্ধতামূলক এবং কত জন সংখ্যায় বসবে সে বিষয়েও আলোচনার পর পদক্ষেপ নেওয়া হবে। দিনবাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা দাবী করেন বাজারে মাক্সহীনদের চিহ্নিত করে স্পর্ট ফাইন করা হউক । এর পাশাপাশি বাজারে যাতে ভিড় না হয় তার জন্য ঢোকার মুখে দুই পাশে কিছু দোকান সরিয়ে দিতে হবে । শহরের তিনকোনিয়া মোড়ে এবং দিন বাজার করলা সেতুর মুখে সিসিটিভি বসানোর দাবি তোলেন তিনি । এদিনের বৈঠকের বিষয়ে মহকুমা শাসক সুদীপ পাল বিষয়ে কিছু বলতে চাননি তিনি বলেন আজকে এখানে যা সিদ্ধান্ত হয়েছে সেটা জেলা শাসকে জানাবো ।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের চেয়ারপার্সেন পাপিয়া পাল , সদর মহকুমা শাসক সুদীপ পাল, প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো , সৈকত চাট‍্যাজি , দুর্গা রায়, পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিজয় কুমার রায়, কোতোয়ালি থানার পুলিশ, সদর ট্রাফিক ওসি , বিভিন্ন ব‍্যবসায়ী সংগঠন এবং টোটো সংগঠনের প্রতিনিধিরা সহ পুর আধিকারিকরা।

এই মুহূর্তে

x