33 C
Durgapur
Saturday, April 17, 2021

ব্রিগেড প্রচারে লাল ঝান্ডার সাইকেল মিছিল

ব্রিগেড প্রচারে লাল ঝান্ডার সাইকেল মিছিল

নরেশ ভকত, বাঁকুড়াঃ ২০২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সভা, মিটিং, মিছিলে ব্যস্ত। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। তাই ২৮ শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করতে আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলে এক সাইকেল মিছিলে প্রচার করা হয় ।

IMG 20210224 WA0021

এই মিছিল গোবিন্দপুরে শুরু করে দীর্ঘ ১০ কিমি পরিক্রমা করে ।উপস্থিত ছিলেন জেলা কৃষক নেতা আব্দুর রব, তপন মাঝি, রফিকুল আলম. সেখ মিলন, নূর আলম সহ কর্ম ও সমর্থক।কৃষক নেতা আব্দুর রব বলেন, আজ গোবিন্দপুর বাজার থেকে আব্দুলপুর পর্যন্ত ২৮ শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করতে আজ এই সাইকেল মিছিলে প্রচার করা হয়। যাতে ব্রিগেডে ব্যপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারে। এছাড়া পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, কৃষি বিল প্রত্যাহারের দাবিতে, সকলের জন্য শিক্ষা সকলের জন্য কাজের দাবি এবং বি জে পি এবং আর এস এস যে ভাবে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে এই মিছিল।

এই মুহূর্তে

x