28 C
Durgapur
Friday, May 7, 2021

স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙ্গুল ! নবমীতে মাংসের দোকানে ক্রেতাদের ভিড়

সোমনাথ মুখার্জি , অন্ডাল : শারদীয়া দুর্গা উৎসবের আজ মহানবমী । সপ্তমী- অষ্টমীতে নিরামিষ হলেও নবমীর দিন আমিষ খাওয়ার রেওয়াজ বাঙালির ঘরে ঘরে । যেসব দুর্গাপুজো শাস্ত্র মতে হয় সেখানেও নবমীর দিন দেবীর উদ্দেশ্যে ছাগ বলি হয় । তাই এদিন বাঙালির ঘরে ঘরে চলে মাংস-ভাতের আয়োজন । সেই কারণেই নবমীর দিন মাংসের চাহিদাও থাকে তুঙ্গে । অন্যান্য দিনের তুলনায় এদিন দোকানে মাংসের দাম বেশি । দামে কি আসে যায়, উৎসবের দিন মাংস চাই চাই । তাই নবমীর দিন ভোরবেলা থেকেই মাংসর দোকান গুলিতে লক্ষ্য করা যায় ক্রেতাদের (Shoppers) দীর্ঘ লাইন ।

করোনা আবহে এবার সরকারি স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন হলেও মাংসর দোকানগুলিতে দেখা যাচ্ছে অন্য চিত্র । খনি অঞ্চলের উখরা, কুমারডিহি এলাকায় এদিন ভোর বেলা থেকেই মাংস দোকানগুলিতে ক্রেতাদের (Shoppers) দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় । যেখানে ছিল না কোন সামাজিক দূরত্ব । স্বাস্থ্যবিধি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দোকানগুলিতে চলে কেনাবেচা । কোথাও দেখা মেলেনি পুলিশের ।

বাসিন্দাদের কেউ কেউ এই কারণে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছেন । তাদের বক্তব্য নবমীর দিন মাংসের দোকানগুলোতে ভিড় হয় এটা সবার জানা । প্রশাসনের উচিত ছিল স্বাস্থ্যবিধি মেনে যাতে দোকানে কেনা বেচা হয় সেই ব্যাপারে আগে থেকে পদক্ষেপ নেওয়া ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতাদের (Shoppers) লাইনে দাঁড়ানোর কথা বলা হচ্ছে কিন্তু অনেকেই সেই নির্দেশ মানছেন না । লাইনে দাঁড়ানো অনেকের (Shoppers) মুখে মাস্কও নেই । ফলে এই অসচেতনতার কারনে সংক্রমণ ছড়ালে দায় কে নেবে ? উঠছে প্রশ্ন।

এই মুহূর্তে

x