13 C
Durgapur
Saturday, January 23, 2021

কাঁকসায় বাবা-মেয়ের দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

মনোজিৎ গোস্বামী, কাঁকসা, জেলার খবর : কাঁকসার বামুনাড়ার বিবেকানন্দ পার্কে বিশেষভাবে সক্ষম এক নাবালিকা ও তার বাবার দেহ (dead body) উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, পেশায় ব্যবসায়ী বছর পঞ্চাশের নৃপেন্দু চক্রবর্তী বেশ কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে যে মৃতের একটি দোকান আছে পার্শবর্তী মুচিপাড়া সংলগ্ন এলাকায়।প্রাথমিক তদন্তের পর জানা যায়, সোমবার রাতে তিনি দোকান থেকে বাড়ি ফিরে তার মেয়ে বছর ১৫ নেহা চক্রবর্তীকে হত্যা করেন ও পরে নিজে আত্মঘাতী হন।

আজ সকালে স্থানীয় লোকজনের বেলা অবদি ঘরের দরজা বন্ধ দেখে বহু ডাকাডাকির পরও কোন সারা শব্দ না পাওয়ায় স্থানীয় কাঁকসা থানায় খবর দেয়। পরে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মৃতদেহ (dead body) দুটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। মৃত ওই ব্যক্তির স্ত্রী বেশ কিছুদিন যাবৎ অসুস্থ থাকার পর বর্তমানে দাদার বাড়িতে থাকতেন বলে জানা যায়। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট ও উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce