নরেশ ভকত, বাঁকুড়াঃ পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল ২ জনের । বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । স্থানীয় সূত্রে খবর, মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বৃহস্পতিবার বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সেই সময় বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনও এক অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ বাইক আরোহীর । খবর পেয়ে মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই মৃতদেহ দুটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।
গতকালের দুর্ঘটনার (Accident) প্রতিবাদে এদিন ভোর থেকেই মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক । সমস্যায় পড়েন যাতায়াতকারীরা।