31.2 C
Durgapur
Thursday, June 24, 2021

নিঃশব্দে চলে গেলেন বিষ্ণুপুর সঙ্গীত ঘরানার প্রবীণ শিল্পী দেবব্রত সিংহ ঠাকুর (Debabrata Singh Tagore)

নিঃশব্দে চলে গেলেন বিষ্ণুপুর সঙ্গীত ঘরানার প্রবীণ শিল্পী দেবব্রত সিংহ ঠাকুর (Debabrata Singh Tagore)

নরেশ ভকত বাঁকুড়াঃ শুক্রবার বিকালে প্রয়াত হলেন বিষ্ণুপুর সঙ্গীত ঘরানার কিংবদন্তী ধ্রুপদ সঙ্গীত শিল্পী ডঃ দেবব্রত সিংহ ঠাকুর (Debabrata Singh Tagore)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী ও ২ ছেলেকে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার বিকাল ৪ টা নাগাদ বিষ্ণুপুর শহরের রাজদরবার এলাকায় তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলার একমাত্র সঙ্গীত ঘরানা বিষ্ণুপুর ঘরানার প্রবাদপ্রতিম শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শহরে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বিষ্ণুপুর মহকুমাশাসক অনুপ কুমার দত্ত, বিষ্ণুপুর পুরসভার প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, প্রশাসক বোর্ডের সদস্য গৌতম গোস্বামী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা এবং তাঁর গুনমুগ্ধ ভক্ত ও অসংখ্য ছাত্রছাত্রীরা। বাড়ির প্রিয়জকে হারিয়ে শোকস্তব্ধ সিংহ ঠাকুর পরিবারও। এদিন দেবব্রতবাবুর ছেলে কুন্তল সিংহ ঠাকুর বলেন ‘আজ দুপুরেও বাবা ভাত খেয়েছেন। তারপর ঘুমাতে গিয়ে আর জাগেন নি’। স্ত্রী বিলেন ‘ওনার গলার নিচে একটা টিউমার হয়েছিল। ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার বলেছিলেন কিছু টেস্ট করাতে। অসুস্থতাটা অনেকদিন থেকেই ছিল। আজ দুপুরে খাওয়াদাওয়া করে নিজের ঘরে ঘুমাতে যান। বিকেলে নাতনী এসে দাদুকে ডাকতে গিয়ে দেখে দাদু কোনো সাড়া দিচ্ছে না। মুখ দিয়ে একটু ফ্যানা বেরিয়ে এসেছিল। ঘুমের মধ্যেই উনি চলে গেলেন’।

এই মুহূর্তে

x