27.4 C
Durgapur
Monday, June 21, 2021

দিনে তিন থেকে চার ঘণ্টা করে কারেন্ট না থাকার অভিযোগে বিক্ষোভ ইলেকট্রিক অফিসে (electric office)

দিনে তিন থেকে চার ঘণ্টা করে কারেন্ট না থাকার অভিযোগে বিক্ষোভ ইলেকট্রিক অফিসে (electric office)

নরেশ ভকত, বাঁকুড়াঃ আজ কোতুলপুর গোগড়া ইলেকট্রিক অফিসে (electric office) বিক্ষোভ দেখালেন কোতুলপুর এলাকার বেশ কিছু মানুষজন। তাদের দাবি দীর্ঘ দশ বছর ধরে তাদের এলাকায় বিদ্যুৎ সমস্যা আছে। বার বার ইলেকট্রিক অফিসে (electric office) অভিযোগ করা হলেও তার সমাধান করা হইনি। কোতুলপুরের ওই তিনটি গ্রাম হল জোলিঠ্যা, দাসপাড়া ও বোস্টমপাড়া। ওই তিনটি গ্রামে পানাহার ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাদের অভিযোগ দিনে তিন থেকে চার ঘণ্টা করে কারেন্ট থাকছে না। এই সমস্যা দীর্ঘদিনের চলে আসছে। যেন নিত্য সঙ্গী হয়ে পড়েছে এই সমস্যা। এই অভিযোগ ও দীর্ঘদিন জানিও এই সমস্যা কোন সমাধান হচ্ছে না এই সমস্যা বিগত 10 বছর ধরে হয়ে আসছে। তাই কোতুলপুর এর ওই এলাকার তিনটি গ্রামের বেশ কিছু সংখ্যক বাসিন্দা আজ আরও একবার তাদের সমস্যা নিয়ে ইলেকট্রিক অফিসে (electric office) অভিযোগ করেন। ও তার দ্রুত সমাধানের জন্যও আবেদন করেন। তারা ইলেকট্রিক অফিসে (electric office) দরখাস্ত জমা করতে এসেও অফিস টাইমে পেলেন না কোন অফিস স্টাফ। ঠিক টাইমে দেখা পেলেন না এস এস এরও। তিনি অফিসে ঢোকেন নির্ধারিত সময়ের অনেক পরে। এমনই দাবি করেন গ্রামবাসীরা। তারপর গ্রামবাসীরা এস এস কে তার দাবি ও অভিযোগ সম্পর্কে জানান। এস এস তাদের দাবি পূরণের আশ্বাস ও দেন।

Demonstration at the electric office

এই মুহূর্তে

x