শুভময় পাত্র, বীরভূম: পুরনো প্রেসক্রিপশন হাতে নিয়ে লকডাউনে (Lockdown) বেরিয়ে পুলিশের হাতে আটক ২ ঝাড়খণ্ডের দুই যুবক।শনিবার সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে ঝাড়খন্ড থেকে বেরিয়ে সদর শহর সিউড়ি পেরিয়ে চলে আসার পর শেষমেষ বোলপুর পুলিশের হাতে আটকা পড়ে যায় তারা ।
বোলপুর পুলিশ তাদের গাড়ি আটকালে একটি প্রেসক্রিপশন দেখিয়ে বোলপুর পুলিশকে জানায় তারা বর্ধমানে ডাক্তার দেখাতে চললো । বোলপুর পুলিশ প্রেসক্রিপশন খতিয়ে দেখার পর জানতে পারে ওটি ২০১৭ সালের কোন এক প্রেসক্রিপশন, যেটা দেখিয়ে তারা লকডাউনকে (Lockdown) বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে পড়েছে । বোলপুর থানার পুলিশ ওই দুই যুবকের অসংলগ্ন কথাবার্তা ও তাদের দেখানো পুরনো প্রেসক্রিপশন দেখে তাদের দুজনকে আটক করে এবং তাদের গাড়িটিও আটক করে । তবে রাজ্যে লকডাউন (Lockdown) পালনে যখন চরম কড়াকড়ি ভূমিকা নিয়েছে প্রশাসন তখন ভিন রাজ্যের গাড়ি নিয়ে ভিন রাজ্যের যুবকরা কিভাবে রাজ্যের সীমানায় প্রবেশ করলো ? তা নিয়ে উঠছে প্রশ্ন ।
এদিন বোলপুর ও তার আশেপাশে বিভিন্ন এলাকায় রাজ্য সরকারের নির্ধারিত যে লকডাউন এর দিন নিশ্চিত করা হয়েছে আজ তার দ্বিতীয় দিনেই কড়া নিরাপত্তার উদাহরণ দেখালো বোলপুর থানার পুলিশ । এই ভিন রাজ্যের স্করপিও সহ দুই ব্যক্তিকে আটক করার পাশাপাশি আরো ৫-৭ জন বাইক আরোহীকে এদিন আটক করেছে বোলপুর থানার পুলিশ । পুরোপুরি নিস্তব্ধ আজ বোলপুর শহর । বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্য সরকারের নির্দেশে এদিনের এই লকডাউনকে কড়াভাবে হস্তক্ষেপ করছে বোলপুর তথা বীরভূম প্রশাসন।