ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনা থাবা বসলো এবার আরও এক সাংসদের বাড়িতে । যিনি কিনা একজন অভিনেতাও । অভিনেতা-সাংসদ দেবের (Dev) বাড়ির ম্যানেজার এবার আক্রান্ত হলেন করোনায। মঙ্গলবার দুপুরে বাড়ির ম্যানেজার উত্তমের করোনা সংক্রমণের কথা নিজেই জানান অভিনেতা (Dev)।
ট্যুইটে তিনি লেখেন, তাঁর বাড়ির ম্যানেজার উত্তম পরিবারেরই এক সদস্য। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু ,উত্তমের শরীরে করোনার কোনো উপসর্গ না থাকায় চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছে । একই সঙ্গে অভিনেতার পরিবারের বাকি সদস্যরাও ১৪ দিন নিজেদের কোয়ারেন্টাইনে রাখবেন বলে জানিয়েছেন দেব (Dev)।
জানা গেছে, সাংসদ-অভিনেতার ম্যানেজারের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা হয় । তবে সকলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবুও সুরক্ষার খাতিরে পরিবারের সকল সদস্যই কোয়ারেন্টিনে থাকবেন ।