ডিজিটাল ডেস্ক, জেলার খবর: সোমবার মাসের প্রথম লকডাউনের (Lockdown) দিনে দুই ভিন্ন ছবি ধরা পড়ল খনি অঞ্চলের শহর রানীগঞ্জে। একদিকে দোকানপাট বাজার হাট সর্বত্রই বন্ধ থাকলেও ,রানীগঞ্জ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে কে জি লেন ও ইস্ট কলেজপাড়ায় বেশ কিছু দোকানপাট খোলা থাকার বিষয় লক্ষ্য করা গেল আজ । ক্রেতা বিক্রেতাদের প্রায়ই অনেকেরই মুখে ছিলনা কোন মাস্ক। একইসাথে নজরে এল ট্রাক থেকে পণ্য ওঠা নামার দৃশ্য।
এই দৃশ্য ক্যামেরাবন্দি করার পরপরই ওই সব এলাকায় পুলিশ তড়িঘড়ি পৌঁছে বন্ধ করে দোকানপাট। একইভাবে পুলিশ বিশেষভাবে নজরদারি চালিয়ে রানীগঞ্জ শহর এলাকার বিস্তীর্ণ অংশে খানা তল্লাশি চালায় ও বন্ধ করায় খুলে যাওয়া দোকানপাট। একইভাবে এদিন কোন কারণ ছাড়াই বাইরে বেরনোর জন্য বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
একই সাথে মাস্কবিহীন বেশকিছু জন পথচলতি মানুষকে আটক করে পুলিশ। জানা গেছে গত কয়েকদিনে মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরা বা কেনাকাটা করা কয়েকশো জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। সোমবার একের পর এক এই পুলিশি অভিযানে লকডাউন অনেকটাই কার্যকর হয়ে ওঠে রানীগঞ্জে।