33 C
Durgapur
Saturday, April 17, 2021

করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী

ডিজিটাল ডেস্ক , জেলার খবর: করোনা (Covid-19) আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী । সোমবার নিজেই ট্যুইট করে একথা জানান পরিচালক । তিনি জানান, সম্প্রতি তাঁর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে ভর্তি হওয়ার পরপরই তাঁর বাবার কোভিড (Covid-19) পরীক্ষা করানো হয় । তাঁর বাবার দুবার করোনা পরীক্ষা করা হয় , রিপোর্ট নেগেটিভ আসে । তবে পরিচালকের করোনা (Covid-19) রিপোর্ট আসে পজিটিভ ।

বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন রাজ্ । তবে স্ত্রী শুভশ্রী সন্তানসম্ভবা হওয়ায় সকলেই চিন্তিত। পরিচালক জানিয়েছেন, পরিবারের বাকি সদস্যদেরও শীঘ্রই করোনা পরীক্ষা করা হবে।

সম্প্রতি করোনা থাবা বসিয়েছিল টলিউডের আরও অভিনেত্রীর বাড়িতে । সপরিবারে করোনা আক্রান্ত হন কোয়েল মল্লিক। এবার করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী । চক্রবর্তী পরিবারে সকলেই যেন সুস্থ থাকেন সেই কামনাই করছেন তার ভক্তরা।

এই মুহূর্তে

x