33 C
Durgapur
Saturday, April 17, 2021

ইন্দাসে দুৰ্গাপুজো কমিটিগুলিকে চেক বিতরণ

নরেশ ভকত, বাঁকুড়াঃ বর্তমান কঠিন পরিস্থিতিতে পুজো কমিটি গুলির পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। সেই কারনে সম্প্রতি পুজো কমিটিগুলির হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান (Checks) দেওয়ার ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই ঘোষণা মতোই মঙ্গলবার ইন্দাস শহর ও গ্রাম এলাকার ৩৮টি পুজো কমিটির হাতে ৫০০০০ টাকার আর্থিক অনুদানের চেক (Check) তুলে দেওয়া হল । যার মধ্যে একটি মহিলা পরিচালিত পুজোও রয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায় ও বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং ইন্দাস থানার পরিচালনায় পুরো কর্মসূচি অনুষ্ঠিত হয় ইন্দাস ব্লক সংহতি ভবনে। আর্থিক অনুদান (Check) পেয়ে খুশি পুজো কমিটির উদ্যোক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার এডিশনাল এসপি ( রুরাল ) গনেশ বিশ্বাস ,বিষ্ণুপুরের এসডিপিও প্রিয়ব্রত বক্সী, সি আই (সোনামুখী) তুলসী ভট্টাচার্য, ইন্দাস থানার ওসি বিদ্যুৎ কুমার পাল, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, চন্দন রক্ষিত, মোল্লা নাসির আলী, দীনবন্ধু কর।

এই মুহূর্তে

x