নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঙালির মহা উৎসব দুর্গাপুজো (Durgapuja) । এই দুর্গাপুজো বছরে একবারই আসে। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করেই বাঙালিরা মেতে ওঠেন উৎসবের আমেজে । কিন্তু এবছরটা অন্যান্য বছরের তুলনায় অনেকটা আলাদা । পুজোর (Durgapuja) আমেজ করোনা ভাইরাস যেন গ্রাস করে ফেলেছে। এই পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারিয়েছে।
দুর্গাপুজো (Durgapuja) উপলক্ষে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের প্রাণকেন্দ্র চকবাজার ৯ নং ওয়ার্ডের ১০০ জন এলাকাবাসীকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো ।
বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমরনাথ শাখা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুশান্ত দাঁ, জেলা কমিটির অন্যতম সদস্য তথা বিষ্ণুপুর নগর মন্ডলের প্রাক্তন সভাপতি শঙ্খজিৎ রায়, ওন্দা ৩ নং মণ্ডলের সভাপতি কল্যান চ্যাটার্জি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।