26.8 C
Durgapur
Monday, August 2, 2021

করোনা ঠেকাতে আরও কঠোর হল জলপাইগুড়ি জেলা প্রশাসন(district administration)

করোনা ঠেকাতে আরও কঠোর হল জলপাইগুড়ি জেলা প্রশাসন(district administration)

জলপাইগুড়ি:: করোনা ঠেকাতে আরও কঠোর হল জলপাইগুড়ি জেলা প্রশাসন (district administration)। রবিবার সাত সকালেই জলপাইগুড়ি শহরের রাস্তায় পুলিশ ও পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযানে নামলেন সদর মহকুমা শাসক সুদীপ পাল।

অভিযানে নেমেই কোভিড বিধি ভঙ্গকারীদের আটক করা শুরু করেন তিনি। এদিন সকালে দিনবাজার এলাকায় নাকের নিচে মাস্ক নামিয়ে শহরে ঘুরছিলেন এক টোটো চালক। নজরে আসতেই তার টোটো রিকশা আটক করে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। মাস্ক না পরে দোকানদারি করছিলেন এক ব্যক্তি। অভিযানের মুখে পুলিশের নজরে আসতেই তাকেও করা হয়। সদর মহকুমা শাসক সুদীপ পাল বলেন, জেলাশাসকের নির্দেশে আমরা অভিযানে নেমেছি। করোনা বিধি না মানলেই আমরা আটক করছি। এই অভিযান লাগাতার চলবে বলে জানান তিনি।

এই মুহূর্তে

x