34.1 C
Durgapur
Wednesday, May 19, 2021

করোনা আতঙ্ক কাটিয়ে সোনারতরী -তে মঞ্চস্থ হল নাটক

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: করোনা থামিয়ে দিয়েছে প্রচলিত অভ্যাসকে l কিন্তু বর্তমান সমাজে করোনার প্রভাব কিভাবে নাট্য (Drama) জীবনকে ব্যাহত করেছে শীতলপাটি নাটকে (Drama) তাই ফুটিয়ে তুললেন সনজিতা l

বিরুৎ জাতীয় পত্রিকার আয়োজনে করোনা পরবর্তী আনলক-পর্বে পুজোর আগে প্রকাশ পেল আশীষ গোস্বামীর দুটি বই । নাট্য সমালোচনাই ব্রেখট এবং অসমাপ্ত স্বকলম l বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অবনী বিশ্বাস l

প্রকৃতি মুখার্জি আর প্রত্যুষ মুখার্জির নাটকের গানে মুখরিত হলো বীরভূমের প্রান্তিকের সোনার তরী অনুষ্ঠানস্থল l আর সবশেষে “নাটকে (Drama) প্রচার ও প্রসারে সমালোচকের ভূমিকা ” বিষয়ক আলোচনায় বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি সদস্য মলয় ঘোষ , কল্লোল ভট্টাচার্য্য এবং নাট্যকার অভিনেতা অতনু বর্মন l সঞ্চালনায় ছিলেন নাট্য পত্রিকা ভাবনা থিয়েটারের সম্পাদক অভীক ভট্টাচার্য l

এই মুহূর্তে

x