নরেশ ভকত,বাঁকুড়া: দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ । কখনও কখনও তুমুল ঝগড়াও চলেছে দুই পরিবারের মধ্যে। পাশাপাশি দুটি গ্রাম বাঁকুড়ার শালতোড়ার পিড়রাবাইদ ও খাগডা। দুই গ্রামের দুই পরিবারের মধ্যে ৬০ শতক জমি নিয়ে বিবাদ।
পিড়রাবাইদ গ্রামের বাসিন্দা মিহির চৌধুরীকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে খুন (Kill) করেছে খাগডা গ্রামের বাসিন্দা স্বপন মাজি বলে অভিযোগ। গুরুতর আহত মিহির চৌধুরীর পরিবারের আরও দুই সদস্য ।
ঘটনাস্থলে আসে শালতোড়া থানার পুলিশ। আহত দু জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয় হাসপাতালে।
এই ঘটনায় মূল অভিযুক্ত স্বপন মাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই গ্রামেরই পরিস্থিতি অত্যন্ত থমথমে । চলছে পুলিশি টহলদারি।