28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

টোটোর দাপট , অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ জামুড়িয়ায়

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: টোটোর দাপটে অনির্দিষ্টকালের জন্য জামুড়িয়া থেকে সমস্ত রুটের বাস (Bus) বন্ধ করে দিল বাস এজেন্ট ও বাসকর্মীরা । এলাকায় বাড়তে থাকা টোটোর দৌরাত্ম্যের ফলে যাত্রী পাচ্ছে না বাসগুলি।

বাস এজেন্ট অশোক বাগদি জানান, প্রতিদিন টোটো চালকেরা বাসের (Bus) আগে যাত্রীদের তুলে নিচ্ছে। ফলে বাসের যাত্রী পাওয়া যাচ্ছে না । ফাঁকা বাস চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় বাস এজেন্ট ও টোটো চালকরা।

অভিযোগ, অন্যান্যদিনের মতো আজও দোমহানি রুটের বাস (Bus) ছাড়ার মুখে এক টোটো চালক বাসের যাত্রীদের নামিয়ে নিজের টোটো চাপিয়ে নেয় । ঘটনার প্রতিবাদ করায় বাস এজেন্ট-এর সঙ্গে সংঘাত বাধে টোটো চালকের। এর পরেই জামুড়িয়া থেকে সমস্ত রুটের বাস বন্ধ করে বিক্ষোভ দেখায় সমস্ত রুটের বাস কর্মী ও এজেন্টরা ।

তাদের দাবি , টোটো চালকদের নিয়ন্ত্রন না করলে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ রাখবে তারা। যদিও প্রশাসনের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায় নি।

এই মুহূর্তে

x