28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

অনিশ্চয়তার আবহে খুঁটিপুজো সম্পন্ন ফুলঝোড় সর্বজনীনে

দুর্গাপুর : করোনা আবহে ত্রস্ত বাংলা । বছরের সেরা উৎসবের (Durga Puja) প্রস্তুতিতেও তাই অনিয়শ্চয়তার ছাপ । উদযাপনে বিধি নিষেধ পড়লেও ঐতিহ্য অটুট রাখতে চান পুজো উদ্যোক্তারা । তাই নিয়ম মেনে প্রতিবছরের মতো এবারেও উল্টোরথে খুঁটিপুজোর আয়োজন করলো দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের পুজো কমিটি ফুলঝোড় সর্বজনীন । এবছর ২৯ বর্ষে পদার্পন করছে এখানকার পুজো (Durga Puja)।
খুঁটিপুজোর সাথে সাথে এদিন এক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেন পুজো উদ্যোক্তারা । প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দেন এই শিবিরে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি , রাজ্য প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি অশোক রুদ্র সহ অন্যান্যরা ।

এই মুহূর্তে

x