29 C
Durgapur
Friday, May 7, 2021

মহানবমীতে বিধি মেনে হোম-আহুতি, কুমারী পুজো

নরেশ ভকত, বাঁকুড়াঃ আজ মহানবমী। বাঙালির প্রাণের উৎসবে (Durgapuja) আজ বিষাদের সুর। করোনা আবহে পুজোর আনন্দ অনেকটা ফিকে , পরিচিত ভিড় নেই মণ্ডপে। নিয়মের বিধিনিষেধে বাঁধা পুজোর (Durgapuja) উদযাপন।

পুজোর রীতি মেনে আজ বাঁকুড়া শহরের বেপারী হাটে ৪৭ তম কুমারী পুজো মহা ধুমধামের সাথে পালন করা হলো । মা দুর্গাকে যেভাবে বরণ করে নেওয়া হয় পুজো (Durgapuja) করা হয় ঠিক একইভাবে প্রাণস্বরূপ এই কুমারীকে দেবীর ন্যায় পূজা করা হয়।

মৃন্ময়ী মাকেও পুজো (Durgapuja) করা হয়। ভক্তি ও নিষ্ঠা ভরে পুজোর পাশাপাশি চলে কুশল বিনিময়

এই মুহূর্তে

x