24.9 C
Durgapur
Tuesday, April 20, 2021

করোনা সচেতনতায় বিশেষ উদ্যোগ দুর্গাপুর মহকুমা প্রশাসনের

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: লাগাম ছাড়া হতে চলেছে করোনা (Corona) পরিস্থিতি। আর এই পরিস্থিতির জন্য মূল দায়ী হল অসচেতনতা। এক শ্রেণীর মানুষ এখনো অসচেতন হয়ে ঘুরে বেড়াচ্ছেন । দোকান বাজারে এখনো অনেককেই বিনা মাস্কে অযথা ভিড় করতে দেখা যাচ্ছে । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বোধ বাড়াতে এবার বিশেষভাবে উদ্যোগী হল দুর্গাপুর মহকুমা প্রশাসন।

এবার থেকে দুর্গাপুর মহকুমার বিভিন্ন জায়গায় করোনা (Corona) রুখতে সচেতনতার প্রচার চালানো হবে গাড়ির মাধ্যমে।
বৃহস্পতিবার দুর্গাপুরে মহাকুমা প্রশাসনের দপ্তরের সামনে থেকে এই প্রচার গাড়ির সূচনা করলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে ৷

মহকুমাশাসক জানান , দুর্গাপুর মহকুমার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই গাড়ি করোনা (Corona) ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবে। সেই সঙ্গে এই গাড়ি থেকে বিনামূল্যে দেওয়া হবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ৷

এই মুহূর্তে

x