35.3 C
Durgapur
Tuesday, March 2, 2021

দুর্গাপুরে গণতন্ত্র বাঁচাও কর্মসূচির আয়োজন বিজেপির

ডিজিটাল ডেস্ক , জেলার খবর: রাজ্যে গণতন্ত্র রক্ষার দাবিতে শুক্রবার ‘পশ্চিমবঙ্গ বাঁচাও ,গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির ডাক দিয়েছিল রাজ্য বিজেপি (BJP)। সেই কর্মসূচি মেনে রাজ্যব্যাপী বিজেপি নেতা কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। শাসক দলের একাধিক দুর্নীতির অভিযোগ এনে এবং বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করার প্রতিবাদে এদিন জেলায় জেলায় চলে বিজেপির (BJP) বিক্ষোভ প্রতিবাদ।

সারা রাজ্যের সাথে সাথে দুর্গাপুরেও ‘পশ্চিমবঙ্গ বাঁচাও ,গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর বিজেপি (BJP)। এদিন সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা প্রশাসন ভবনের পাশে কর্মসূচি উপলক্ষ্যে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা পর্যবেক্ষক সৌরভ সিকদার সহ বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকরা ৷ বিক্ষোভ সমাবেশের পর দুর্গাপুর মহকুমা প্রশাসকের কাছে নিজেদের দাবি সমন্বিত স্মারকলিপি জমা দেন বিজেপি কর্মী সমর্থকরা ৷

প্রসঙ্গত, গত মঙ্গলবার নিজের বাসভবন থেকে ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির ঘোষণা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । জানিয়েছিলেন , শুক্রবার রাজ্যের সরকারি অফিসের (প্রশাসনিক) সামনে ধর্না বিক্ষোভে সামিল হবেন বিজেপি কর্মীরা।পঞ্চায়েত স্তরে শাসক দলের দুর্নীতির প্রতিবাদ, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার দাবি, লকডাউন নিয়ে রাজ্যের স্বেচ্ছাচারিতা, বিজেপি কর্মীদের উপর আক্রমনের প্রতিবাদ জানাতে পথে নামবে বিজেপির কর্মকর্তারা । পূর্ব ঘোষিত সেই কর্মসূচি অনুযায়ী আজ বাংলা জুড়ে পালিত হয় বিজেপির (BJP) ‘পশ্চিমবঙ্গ বাঁচাও ,গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচি

এই মুহূর্তে

x

shell indir php shell php shell web shell php shell indir shell bypass php shell Exploit,Web hack Tools https://phpshellscripts.com/ Sultanbeyli Antika Eşya Alanlar okey oyunu antika alanlar ko cuce ko cuce levent escort şişli escort mecidiyeköy escort