31.3 C
Durgapur
Monday, July 26, 2021

শহরের হুক্কা বারগুলিতে অভিযান চালালো দুর্গাপুর নগর নিগম

ডিজিটাল ডেস্ক, জেলার খবর : দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে হুক্কা বারের আসর চালানোর অভিযোগ নতুন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই শহরের এই প্রাণকেন্দ্রে চলছিল অবৈধ এই কারবার, তাও আবার দুর্গাপুর নগর নিগম (Durgapur Municipal Corporation) ও সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের নাকের ডগায়।

শহরবাসীর দীর্ঘদিনের সেই অভিযোগ পেয়ে এবার নড়েচড়ে বসলো দুর্গাপুর নগর নিগম। শুক্রবার দুর্গাপুর নগর নিগমের (Durgapur Municipal Corporation) মেয়র পরিষদ সদস্য অমিতাভ ব্যানার্জি সিটি সেন্টারের বেশ কয়েকটি হুক্কা বারে অভিযান চালান।

তিনি জানান, আজ সিটি সেন্টারে পাঁচটি হুক্কাবারে অভিযান চালানো হয়েছে। এই হুক্কা বারগুলির কোনোরকম বৈধ কাগজপত্র তো নেই তার উপর কোনও কোনও হুক্কাবারে অবৈধ ডান্স ফ্লোর রয়েছে। এদিন যেগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

৩ দিন পর নগর নিগম (Durgapur Municipal Corporation) খুললে বোর্ডের সদস্যদেরসঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন বন্ধ থাকবে হুক্কাবারগুলি । তবে কিভাবে স্থানীয় পুলিশ-প্রশাসনের নাকের ডগায় এই ধরনের অবৈধ হুক্কা বার চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন

এই মুহূর্তে

x