29 C
Durgapur
Friday, May 7, 2021

নাসিরের আলপনায় সেজে উঠেছে দুর্গাপুরের কালীমণ্ডপ

নিজস্ব সংবাদদাতা ,দুর্গাপুর: মেটিয়াবুরুজ থেকে দুর্গাপুর (Durgapur) , দূরত্ব যাই হোক না কেন মেটিয়াবুরুজের মহম্মদ নাসির আলীর বর্তমান ঠিকানা দুর্গাপুর। দুর্গাপুর মুক্ত উপসংশোধনাগারের একজন বন্দি। খুনের সাজার যন্ত্রণা লুকোতে হাতের কাজই এখন ভরসা নাসিরের।

বরাবর হাতের কাজে নামডাক ছিল নাসির আলীর। শনিবার তারই সাক্ষী থাকলো দুর্গাপুর (Durgapur) । দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রবীন্দ্রপল্লীর এক কালীমন্দিরে শ্যামা মা রূপ পেল নাসিরের হাতের স্পর্শে । কালীমায়ের বিগ্রহের ওপর নকশা আর মন্দিরের মেঝে ,মায়ের বেদীতে আলপনা দেওয়ার কাজ নিজের হাতে করলেন মহম্মদ নাসির আলী।

জীবনের একটা বড় সময় হারিয়ে গেছে নাসিরের জীবন থেকে, কিন্তু হার মানেনি নাসির। নিজের শিল্পকলার মধ্যে দিয়েই বেঁচে থাকতে ভালোবাসে সে। আজও সব দুঃখ কষ্ট ভুলে জীবনের স্বাভাবিক ছন্দে নিজেকে আগলে রেখেছে নাসির এই কাজের মধ্যে দিয়েই

কালী মন্দিরের সেবাইত দীপ মুখার্জী জানান, নাসিরের হাতের কাজে অভিভূত তারা। সম্প্রীতির এই বার্তা ছড়িয়ে যাক সমাজের অন্য প্রান্তেও এটাই চান সকলে।

এই মুহূর্তে

x