24 C
Durgapur
Tuesday, April 20, 2021

বিক্রি নেই মাটির পাত্রের , পুজোর মুখে সমস্যায় মৃৎশিল্পী পরিবার

মনোজিৎ গোস্বামী, কাঁকসা: করোনার জেরে বিক্রি কমেছে মাটির পাত্রের (Earthenware) । ফলে রোজগার তেমন ভালো না থাকায় এবার পুজোর আনন্দ যেন অনেকটাই ফিকে পানাগড়ের মৃৎশিল্পী পরিবারে।

সারা বছর মাটির পাত্র (Earthenware) বানানোর পাশাপাশি পুজোর সময়ে মাটির প্রদীপ, ও নানারকম মাটির পাত্র বানিয়ে কিছুটা বাড়তি রোজগার হত মৃৎশিল্পীদের। তবে এবছর করোনার জেরে তেমন বিক্রি না হওয়ায় মৃৎশিল্পী পরিবারেও পুজোর আনন্দ তেমন নেই।

লকডাউনের সময় স্থানীয় নেতা নেত্রীরা চাল ডালের ব্যবস্থা করে দিলেও বর্তমানে রেশনের উপরেই ভরসা করেই চলছে সংসার। সরকারি সাহায্যও কিছু জোটে নি। দাম বেড়েছে কাঁচামালের , তার উপর আগের মতো বিক্রিও নেই। তাই পুজোর মরশুমে মাথায় হাত মৃৎশিল্পীদের।

মৃৎশিল্পীদের সমস্যার কথা শুনে কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য জানান, রাজ্য সরকার বিনামূল্যে খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছে। এই মুহূর্তে প্রশাসনিক ভাবে তাদের সাহায্যের জন্য কোনো প্রকল্প বা ব্যবস্থা নেই আসলেই তাদের ব্যবস্থা করা হবে।

এই মুহূর্তে

x