31.3 C
Durgapur
Monday, July 26, 2021

প্রাচীর চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরীর

সোমনাথ মুখার্জি, অন্ডাল: টানা বৃষ্টিতে প্রাচীর চাপা (Wall Collapsed) পড়ে মৃত্যু হল এক কিশোরীর । বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে অন্ডালের খাঁন্দরা গ্রামের বক্সীপাড়ায় । মৃত কিশোরীর নাম সৌমি মজুমদার (১৪ )। খাঁন্দরা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়তো সে।

জানা গেছে , বৃহস্পতিবার মাঝরাত থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় এলাকায় । সেই সময় পরিবারের অন্য সদস্যদের সাথে বাড়িতে ঘুমিয়েছিল সৌমি। রাত ২ টো নাগাদ বাড়ির পাশের একটি জীর্ন দেওয়াল ভেঙে পরে (Wall Collapsed) সৌমির উপর । ঘুমন্ত অবস্থাতেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় কিশোরীর।

এই ঘটনায় আহত হয়েছে সৌমির বাবা সোমনাথ এবং মা সঙ্কিতা মজুমদার । তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

এলাকাবাসীর অভিযোগ, শরিকি বিবাদের কারণে স্থানীয় বক্সী পরিবারের একাধিক প্রাচীর ভগ্নপ্রায় হয়ে পরিতক্ত অবস্থায় রয়েছে । যে কোনো সময়ে তা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। গতকাল রাতেও তেমনি একটি প্রাচীর ভেঙে (Wall Collapsed) সৌমির মৃত্যু হয়। অবিলম্বে ভগ্নপ্রায় অন্যান্য প্রাচীরগুলিও ভেঙ্গে ফেলার দাবি জানান তারা ।

এই মুহূর্তে

x