33.7 C
Durgapur
Monday, June 14, 2021

আগুনে ভস্মীভূত ইলেক্ট্রিক্যাল সরঞ্জামের দোকান

আগুনে ভস্মীভূত ইলেক্ট্রিক্যাল সরঞ্জামের দোকান

নরেশ ভকত ,বাঁকুড়াঃ বাঁকুড়ায় ভয়ংকর অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত ইলেক্ট্রিক্যাল সরঞ্জামের দোকান। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের গড়গড়িয়ার ঘটনা। ঘটনায় ব্যপক চাঞ্চল্য এলাকায়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের অনুমান, শট সার্কিট থেকেই এই অগ্নিকান্ড। দোকানের মালিক তাপস পাত্র সকালে দোকান বন্ধ করে বাড়ী চলে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা দোকান থেকে আগুনের কুন্ডলী দেখতে পান, খবর দেওয়া হয় মালিককে। স্থানীয় মানুষের চেষ্টায় আগুন নেভানো হয়। দোকানের চাবী খুলে দেখা যায় পুড়ে ছাই সবকিছুই। দোকানের ক্ষয়ক্ষতির পাশাপাশি পাশের একটি মুড়ি মিলে আগুন ছড়িয়ে পড়ে,সেখানেও কিছু ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন দোকান মালিক। উল্লেখ্য কয়েক মাস আগেই ওই এলাকায় একটি ইলেকট্রিক দোকান আগুনে ভষ্মীভূত হয়েযায়। তারপর এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য এলাকায়।

Electrical equipment store on fire

এই মুহূর্তে

x