নরেশ ভকত, বাঁকুড়াঃ ফের দাঁতাল (Elephant) আতংক সোনামুখী, জয়পুর জঙ্গল এলাকায়। বনদফতর সূত্রে খবর , এলাকায় চারটি হস্তি শাবক সহ ৪১ টি হাতি প্রবেশ করেছে। বর্তমানে হাতির ওই দলটিকে সোনামুখী এলাকা থেকে বিষ্ণুপুর এলাকায় পাঠিয়ে দিয়েছে সোনামুখী বনদপ্তর।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে বেলিয়াতোড় জঙ্গলে অবস্থান করছিল হাতিগুলি (Elephant) , যার ফলে বিকেল হলেই ধান জমিতে ধানের ব্যাপক ক্ষতি করেছিল। আর্থিক ক্ষতির মুখে পড়েন সংশ্লিষ্ট এলাকার ধানচাষীরা ।
বনদপ্তর আধিকারিকরা ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে সোনামুখী জঙ্গলে হাতিগুলিকে (Elephant) পাঠিয়ে দেন । হাতির এই দল সোনামুখী জঙ্গল লাগোয়া চাষীদের যাতে কোনওরকম ক্ষতি না করে সেই কারণে সোনামুখী বনদপ্তর অতি তৎপরতার সঙ্গে হাতিগুলিকে বিষ্ণুপুর জঙ্গলে পাঠিয়ে দেন ।
সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী জানান , আমরা তৎপর ছিলাম যাতে করে ফসলের ক্ষয়ক্ষতি করার আগেই হাতিগুলোকে (Elephant) অন্যত্র সরিয়ে দেওয়া যায় সেই মতই আমরা হাতিগুলিকে বিষ্ণুপুর জঙ্গলে পাঠিয়ে দিয়েছি ।