28.5 C
Durgapur
Tuesday, January 19, 2021

করোনা নিয়ে ছেলে খেলা ! রিপোর্ট আসার ১৭ ঘন্টা পরেও করোনা হাসপাতালে পাঠানো হল না আক্রান্তকে

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: চরম দায়িত্ব জ্ঞানহীনতার নজির গড়ল দুর্গাপুর মহকুমা হাসপাতাল । হাসপাতালে চিকিৎসাধীন রোগীর করোনা (Corona) রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও নেওয়া হল না কোনো উদ্যোগ ! রিপোর্ট আসার পর কেটে গিয়েছে ১৭ ঘন্টা , কিন্তু তারপরেও কোভিড আক্রান্তকে পাঠান হলনা বিশেষ কোভিড হাসপাতালে । হাসপাতালের আর-পাঁচটা রোগীর মতোই রইলেন করোনা আক্রান্ত । সামান্য ঘুরে বেরিয়ে সময়ও কাটালেন ! অথচ, জানতেই পারলেন না কি ভুল করলেন তিনি । তবে তিনি কি সত্যি জানতেন , তিনি করোনা আক্রান্ত ! হয়তো না।

সোমবার রাত ৯.৩০ টা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর কোভিড (Corona) রিপোর্ট পজিটিভ আসে , কিন্তু তা সত্ত্বেও সেই রিপোর্ট চেপে দেওয়ার অভিযোগ ওঠে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কতৃপক্ষের বিরূদ্ধে । মুলত অভিযোগ ওঠে হাসপাতাল সুপার দেবব্রত দাস ও সহ সহকারী সুপারের বিরূদ্ধে । করোনার মতো সংক্রমণের ঘটনা ঢাকা দেওয়ার চেষ্টা করলেন হাসপাতাল কর্তৃপক্ষ , এমনই অভিযোগ করছেন হাসপাতালের অন্যান্য চিকিৎসকেরা।

মহকুমা হাসপাতালের প্রসুতি বিভাগের চিকিৎসকেরা জানান, গত ৭ ই জুলাই স্ত্রী রোগ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই মহিলা । মহকুমা হাসপাতালের যে চিকিৎসকের তত্ত্ববধানে তার চিকিৎসা চলছিল কিছুদিন আগে সেই চিকিৎসক করোনা (Corona) আক্রান্ত হন। ফলে এই মহিলা রোগীরও লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল সেই রিপোর্ট পজিটিভ এসেছে ।

অভিযোগ, রিপোর্ট আসার পর প্রায় ১৭ ঘন্টা হয়ে গেলেও করোনা আক্রান্ত মহিলাকে বিশেষ কোভিড হাসপাতালে স্থানান্তরিত করে নি মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ । তার উপর ওই মহিলা রোগী সকাল থেকেই হাসপাতাল চত্বর ঘুরে বেড়িয়েছেন বলে জানিয়েছেন তার পরিজনেরা । ফলে চরম আতংকের মধ্যে রয়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা । কোভিডের মত মারন রোগকে হাসপাতাল সুপার গুরুত্ব দিচ্ছে না অভিযোগ তুলে মঙ্গলবার কর্মবিরতিতে সামিল হন প্রসুতি বিভাগের ৭ জন চিকিৎসক, ১৪ জন নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ।

হাসপাতাল সুপার ডাঃ দেবব্রত দাসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে , তিনি জানান ব্যবস্থা গ্রহন করা হচ্ছে । দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে হাসপাতাল চত্বর স্যানিটাইজ করা হচ্ছে । কিন্তু ব্যবস্থা নিতে এত দেরি কেন , সেই উত্তর অবশ্য পাওয়া যায় নি । সাধারণ মানুষ যখন করোনা (Corona) নিয়ে এতটা সচেতন সেখানে একজন চিকিৎসক হয়ে কেন এত দায়িত্বজ্ঞানহীন আচরণ হাসপাতাল সুপারের ? সে প্রশ্ন তো উঠবেই

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink