ডিজিটাল ডেস্ক, জেলার খবর : দীর্ঘ ৭ মাস চাকা বন্ধ থাকার পর ফের একবার গড়াতে চলেছে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন (local train) এর চাকা। নানান আলোচনা-পর্যালোচনার পর অবশেষে বাংলায় লোকাল ট্রেন (local train) চলার বিষয়ে ছাড়পত্র দিল নবান্ন।
তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৫ই নভেম্বর। মূলতঃ করোনা কালে কি কি স্বাস্থ্য বিধি মেনে ট্রেন (local train) চালানো হবে তা জানা যাবে এদিন। সোমবার নবান্নে রাজ্য প্রশাসন ও পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কর্তাদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।






উল্লেখ্য, রাজ্যে দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেন চালুর দাবি উঠছিল।এনিয়ে রাজ্যের বিভিন্ন স্টেশনে বারবার বিক্ষোভও দেখানো হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার নবান্নে রেলের পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব।এবিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলে দুপক্ষের মধ্যে। তারপরই বাংলায় ট্রেন চালানোয় ছাড়পত্র দেয় নবান্ন।আপাতত প্রতিদিন ১০-১৫ শতাংশ ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারে।তবে এ সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৫ নভেম্বর।