33 C
Durgapur
Saturday, April 17, 2021

এখনো গভীর কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: এখনও সংকটজনক প্রণব মুখোপাধযায় (Pranab Mukherjee)। পরিস্থিতির অবনতি না হলেও এখনো গভীর কোমাচ্ছন্ন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি । তাঁর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল রয়েছে । চলছে ফুসফুসের সংক্রমণের চিকিৎসা । ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাঁকে । সোমবার দিল্লির সেনা হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে।

গত ১০ আগস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) । বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি । মস্তিষ্কের অস্ত্রোপচার হয় তাঁর । সেখানেই ধরা পড়ে করোনা সংক্রমণ । অস্ত্রোপচার সফল হলেও তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে । ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় প্রণব মুখোপাধ্যায়কে ।

দেশের প্রাক্তন রাষ্ট্রপতির বয়স এখন ৮৪। তার উপর রয়েছে একাধিক কো-মর্বিডিটি । সেই কারনে করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা

এই মুহূর্তে

x