29 C
Durgapur
Monday, August 2, 2021

পিপিই মডেলে বৃহস্পতিবার সিটিস্ক্যানের (CTscan)পরীক্ষামূলক ভাবে উদ্বোধন

পিপিই মডেলে বৃহস্পতিবার সিটিস্ক্যানের (CTscan)পরীক্ষামূলক ভাবে উদ্বোধন

জলপাইগুড়ি:: জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পিপিই মডেলে বৃহস্পতিবার সিটিস্ক্যানের (CTscan)পরীক্ষামূলক ভাবে উদ্বোধন করেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিশেষ আধিকারিক সুশান্ত রায়। উত্তরবঙ্গের ও এসডি সুশান্ত রায় জানান দীর্ঘদিন থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে একটি মাত্র সিটি স্ক্যান সিটিস্ক্যান মেশিন ছিল সেখানে সদর হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীরা এখানেই সিটিস্ক্যান করাতে ফলে একটা মেশিন থাকাতে রোগীর সংখ্যা বেশি থাকার ফলে নানা সমস্যায় পড়তে হতো কর্তৃপক্ষকে দুটি হাসপাতালে চাপ কমাতে দীর্ঘদিন থেকেই আরেকটি সিটিস্ক্যান সুপার স্পেশালিটি হাসপাতালে বসানোর জন্য আবেদন করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের কাছে। এদিন নতুন সিটিস্ক্যানের মেশিন বসলো সুপার স্পেশালিটি হাসপাতালে। এর ফলে রোগীদের যে সমস্যাটা ছিল দীর্ঘদিনের তা কিছুটা হলেও পূরণ হল। এর ফলে সুপার সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের আর ছুটতে হবে না সদর হাসপাতালে। উপস্থিত ছিলেন ডঃ সুশান্ত রায়, উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিশেষ আধিকারিক , জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক, সুপার গয়ারাম নস্কর সহ স্বাস্থ্য আধিকারিকেরা।

এই মুহূর্তে

x