29 C
Durgapur
Friday, May 7, 2021

মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান না করে আদিবাসী মানুষদের পাশে দাঁড়াল পরিবার

মনোজিৎ গোস্বামী,কাঁকসা: মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান না করে আদিবাসী পাড়ার মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন কাঁকসার (Kanksa) আড়া কালীনগরের বাসিন্দা প্রয়াত শান্তি দাসের মেয়ে ছবি দাস এবং তার ছেলেরা । শুধু খাদ্য সামগ্রী বিতরণ নয় তাদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্যও ।

কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আর সেই কথা মাথায় রেখেই সোমবার বাড়িতে মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান না করে বড়ডোবা আদিবাসী পাড়ার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলো (Kanksa) কাঁকসার আড়া কালীনগরের মৃত শান্তি দাসের মেয়ে ছবি দাস এবং তার ছেলেরা ।

ছবি দাস জানান এই সময় শ্রাদ্ধ অনুষ্ঠান করলে বাড়িতে বহু মানুষের সমাগম হতো তাতে করে সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকেই যেত , সেই জন্যই এই সব না করে মায়ের আত্মার শান্তি কামনার্থে কুলডিহার আদিবাসী পাড়ার মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন । এই দিন প্রায় ১৫০ জনকে খাদ্যসামগ্রী , মাস্ক এবং কিছু টাকা দেওয়া হয় । পরিবারের এই মহতী উদ্যোগে খুশি আদিবাসী পাড়ার বাসিন্দারাও ।

এই মুহূর্তে

x