29 C
Durgapur
Monday, August 2, 2021

অতিবৃষ্টির জন্য তিল (sesame)চাষে প্রচুর ক্ষতির সমূখীন জয়পুরের চাষীরা (Farmers)

অতিবৃষ্টির জন্য তিল (sesame) চাষে প্রচুর ক্ষতির সমূখীন জয়পুরের চাষীরা (Farmers)

নরেশ ভকত, বাঁকুড়াঃ জয়পুরে গতকাল থেকে টানা বৃষ্টিতে ডুবে রয়েছে তিল (sesame) জমি ও কেটে রাখা”তিল গাছ।আকাশছোঁয়া ভোজ্য তেলের দাম বেড়েছে ,যেই তেল গত বৎসর 90 টাকা কেজি পাওয়া যেত, সেই তেল লকডাউন পরার পর থেকে বেরে বেড়ে 200 টাকা কেজি হয়েছে।

বাঁকুরা জেলার জয়পুর ব্লকের চাষীরা আলুর চাষ শেষ করে সেই জমিতে তিলচাষ করেছিলো তিল থেকে খাবারতেল করার জন্য ,আর বাড়তি তিল বিক্রি করে কিছু টাকা লাভের আশায়।

কিন্তু সবই শেষ করে দিয়েছে এই অধিক বৃষ্টি, তিলগাছ জলে ডুবেথেকে শুটিগুলিতে পচন ধরে গিয়েছে। চাষীরা সেই ডুবেথাকা তিল বেঁধে বাড়ি নিয়ে যাচ্ছেন কিছুটা আদাই এর আসায় ।

এই মুহূর্তে

x