28 C
Durgapur
Friday, May 7, 2021

সাঁইথিয়া পাওয়ার স্টেশনে আগুন,বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা

শুভময় পাত্র,জেলার খবর, বীরভূম : বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ সাঁইথিয়া পাওয়ার স্টেশন আগুন (Fire) লেগে যাওয়ায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। আগুনের (Fire) ফুলকি ও তার ব্যাপকতা দেখে বড় ধরনের বিস্ফোরণ আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় সাঁইথিয়া অগ্নিনির্বাপক কেন্দ্রে, সেখান থেকে দমকলের একটা গাড়ি এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সিউড়ি থেকে আনা হয় অগ্নিনির্বাপক কেন্দ্রের আরেকটি ইঞ্জিন।

প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণেই এই ধরনের অগ্নিকাণ্ড বলে মনে করছেন স্থানীয়রা। আগুন (Fire)এর ব্যাপকতা ও তার আওয়াজ শুনে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সাঁইথিয়া অগ্নিনির্বাপক কেন্দ্র ও সিউড়ি অগ্নিনির্বাপক কেন্দ্রের দুইখানা ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে আসে এই ভয়াবহ আগুন। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কি কারনে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে সাঁইথিয়া পাওয়ার স্টেশনের আধিকারিকরা।

এই মুহূর্তে

x