30.2 C
Durgapur
Thursday, June 24, 2021

রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখার্জি গ্রেফতার হয়েছেন সিবিআইয়ের (CBI) হাতে

রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখার্জি গ্রেফতার হয়েছেন সিবিআইয়ের(CBI) হাতে

নরেশ ভকত, বাঁকুড়াঃ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখার্জি গ্রেফতার হয়েছেন সিবিআইয়ের (CBI) হাতে ।এমত অবস্থায় গোঘাট দু’নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ কামারপুকুর চটিতে পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তপন মন্ডল। তিনি জানান রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখার্জী কে কেন্দ্রীয় সরকারের প্ররোচনায় সিবিআই উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করেছেন। এমত অবস্থায় সিবিআই দপ্তর পৌঁছে গেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তপন মন্ডল বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর যা নির্দেশ দেবেন কামারপুকুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে

এই মুহূর্তে

x