13 C
Durgapur
Tuesday, January 19, 2021

মাছের যোগান না থাকায় সমস্যায় মাছ ব্যবসায়ীরা

করোনার করাল থাবায় নাজেহাল গোটা বিশ্ব । এর কবল থেকে বাদ যায়নি গোটা দেশ তথা আমাদের রাজ্য ও । টানা ২১ দিনের লকডাউন এর পর আবার ও বাড়ানো হয়েছে লকডাউন এর সময়সীমা । যদিও অতি অত্যাবশ্যাক সামগ্রী গুলিকে ছাড় দেওয়া হয়েছে এই লকডাউন এর থেকে । কিন্তু পরিবহন ব্যবস্থা চালু না থাকায় বাজারে নিত্য প্রয়জনীয় জিনিসের যোগান একেবারে নেই বললেই চলে । আর এর ফলে সমস্যায় পড়েছেন গোটা দুর্গাপুর এর মৎস ব্যাবসায়ীরা । মাছের যোগান একেবারে না থাকায় দুর্গাপুর এর বেনাচিতি এলাকায় প্রায় সমস্ত আড়ৎই বন্ধ ।

আর এরই ফলে সমস্যায় পড়েছেন এলাকার মাছে ভাতে বাঙালি । সূত্রের খবর : লকডাউন এর ফলে দক্ষিণ ভারত থেকে আসা মাছের যোগান একেবারেই বন্ধ । আর মেদিনীপুর , বাঁকুড়া বা পার্শবর্তী এলাকার যে সমস্ত মাছ আসছে তা যোগানের তুলনায় অনেকটাই কম । তাই গোটা দুর্গাপুর অঞ্চলের সমস্ত আড়ৎ এখন মাছ শুন্য । উল্লেখ্য দুর্গাপুর এর বেনাচিতি এলাকার আড়ৎগুলি থেকেই পার্শবর্তী বিভিন্ন্য এলাকার মাছের চাহিদা পূরণ করা হত, যা এখন সম্ভব হচ্ছে না । তবে এলাকার এক খুচরো ব্যবসায়ীর মতে এলাকার আড়ৎগুলি বন্ধ থাকায় স্থানীয় পুকুর গুলি থেকে এলাকার বাঙালির পাতে মাছ সরবরাহ করার চেষ্ঠা করা হচ্ছে । তবে উনি এও বলেন যে যদি এই সমস্যার দ্রুত সুরাহা না করা হয় তবে সামনের দিনে আরও সমস্যা দেখা দেবে ।

এই মুহূর্তে

x