28.5 C
Durgapur
Monday, June 14, 2021

স্পোর্টস একাডেমির পরিচালনায় শুরু হল বড়জোড়া ফুটবল কাপ

নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়া বড়জোড়া স্পোর্টস একাডেমির পরিচালনায় আজ থেকে শুরু হল বড়জোড়া ফুটবল কাপ বড়জোড়া ফুটবল ময়দানে খেলার শুভ সূচনা করেন বড়জোড়া প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জি এবং বড়জোড়া স্পোর্টস একাডেমির সভাপতি সুখেন বিদ প্রথম খেলায় মুখোমুখি হয় সারেঙ্গা একাদশ বনাম বর্ধমান লোকো ফুটবল সেন্টার। চরম উত্তেজনার মধ্যে সারেঙ্গা একাদশ 4 – 0 গোলে জয়লাভ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর তৃণমূল যুব সাংগঠনিক জেলা সভাপতি অর্চিতা বিদ বড়জোড়া থানার আইসি সঞ্জয় শ্রীবাস্তব, বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল, পঞ্চায়েত সমিতির সদস্য কালিদাস মুখার্জি, বড়জোড়া ব্লক সভাপতি অলোক মুখার্জি বড়জোড়া, পঞ্চায়েত সদস্য গোপাল দে প্রদীপ পান্ডে প্রমুখ।

এই মুহূর্তে

x