26.3 C
Durgapur
Wednesday, June 23, 2021

মহিলা ফুটবল প্রর্দশনী খেলা

মহিলা ফুটবল প্রর্দশনী খেলা

নরেশ ভকত, বাঁকুড়াঃ ওন্দার প্রতাপপুর গ্ৰাম লাগোয়া ধূমাবতীর ঘাটের কাছে একটি ফুটবল মাঠের উদ্বোধন হল আজ ।এই উপলক্ষ্যে একটি মহিলা প্রর্দশনী মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । আমন্ত্রিত জঙ্গল মহল একাদশ বনাম কলকাতা মহিলা একাদশের প্রীতি ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে । আয়োজনও ছিল সাংস্কৃতিক ও বিনোদন মূলক ।আর সব কিছুতেই ছিল মেয়েদের সক্রিয় অংশগ্রহণ । এদিন নির্ধারিত সময়ে খেলা শুরু হয় । পায়রা উড়িয়ে,প্রদীপ জ্বালিয়ে সূচনা হয় খেলার । উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: আনন্দ মোহন পাত্র, শরীর শিক্ষা বিভাগের প্রধান ড:নিত্যানন্দ কর্মকার, সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায়,যাত্রা জগতের স্বনামধন্য ব্যাক্তিত্ব রোমিও চৌধুরী , প্রাক্তন ফুটবলার গৌরব সেনগুপ্ত সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। পঁচিশ মিনিট করে দুই অর্ধের খেলায় কলকাতা ফুটবল দলের মেয়েরা পাঁচ গোল দিয়ে এগিয়ে যায় । খেলার দ্বিতীয়ার্ধে আরও একটি গোল দেওয়ার পরপরই জঙ্গল মহল মহিলা টীম প্রতিরোধ গড়ে একটি গোল শোধ করতে সক্ষম হয় । ৬-১ গোলে ম্যাচটির নিষ্পত্তি হয় । মাঠের ঘেরা জায়গায় মহিলা পুরুষ হাজির ছিলেন উৎসাহী দর্শকের আসনে । উদ্যোক্তা, আয়োজকদের পক্ষে পীযুষ ঢক জানান এলাকার মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ই এই ম্যাচ । বাঁকুড়ার গ্ৰামের মেয়েদের সামনে খেলাধুলা সহ নানান সুযোগ এভাবেই এনে দৃষ্টান্ত রাখতে চায় তারা । উভয় দলকেই সম্মানিত ও পুরস্কৃত করা হয় ।

WhatsApp Image 2021 01 31 at 8.34.38 PM

এই মুহূর্তে

x