শুভময় পাত্র, বীরভূম: প্রাক্তন বরিষ্ঠ কমিউনিস্ট নেতা তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের (Somnath Chatterjee) জন্মদিন পালিত হল পার্লামেন্টে (Parliament)। পশ্চিমবঙ্গের মানুষ মনে না রাখলেও দিল্লি মনে রেখেছেন এই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে। যদিও পশ্চিমবঙ্গ থেকেই তিনি কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হয়ে লোকসভার সদস্য হয়েছিলেন। পরে যদিও তিনি লোকসভার মধ্যমণি হয়ে অধ্যক্ষের জায়গা দখল করেছিলেন। সেই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায়ের (Somnath Chatterjee) আজ জন্মদিন পালন করা হলো পার্লামেন্টে। লোকসভার বর্তমান অধ্যক্ষ ওম বিড়লা সস্ত্রীক সোমনাথ চট্টোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে পালন করা হলো প্রাক্তন অধ্যক্ষের জন্মদিন। যদিও ১৯২৯ সালে ২৫ শে জুলাই আসামের তেজপুরে জন্মগ্রহণ করেন সোমনাথ চট্টোপাধ্যায় (Somnath Chatterjee)। বাংলায় ১০ ই শ্রাবণ। সেই কারণেই আজকের দিনটিকে উপলক্ষ করেই দিল্লি ও তার বাড়ির লোকজন পালন করলেন এই বিশিষ্ট ব্যক্তিত্বের জন্মদিন।






১৯৬৮ সালে কমিউনিস্ট পার্টির মধ্যে দিয়ে তার রাজনৈতিক পথ চলা শুরু হয়, তিনি নিজেকে সবসময়ই একজন কমিউনিস্ট বলেই মনে করতেন। কিন্তু ২০০৮ সালে দলের অভ্যন্তরীণ কারণে তাকে বহিষ্কার করা হয়। তখনো তিনি লোকসভার অধ্যক্ষ ছিলেন। ভারতবর্ষের ১৪ তম লোকসভার অধ্যক্ষের আসন অলংকৃত করেছেন ২০০৪-২০০৯ পর্যন্ত। ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত তিনি ছিলেন পুরোপুরি স্বাধীন। পরবর্তী ক্ষেত্রে দল আবার তাকে যোগ দেওয়ার কথা বললে তিনি আর যোগদান করেননি। পরে যদিও বার্ধক্যজনিত কারণে ২০১৮,১৩ আগস্ট কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়। আজ এই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কে পশ্চিমবঙ্গের মানুষ ভুলে গেলেও দিল্লি মনে রেখেছে তার কাজে, আর সেই উদ্দেশ্যেই পার্লামেন্টে (Parliament) তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অনেকেই।