31.3 C
Durgapur
Monday, July 26, 2021

‘পরিচয় ‘এর পুজোর উপহার , বিনামূল্যের শপিং মল

নরেশ ভকত, বাঁকুড়াঃ করোনা , লকডাউন, অভাব – এসবকিছুই যেন ওদের শিখিয়ে দিয়েছে দাঁতে দাঁত চিপে কিভাবে লড়াই করতে হয়। বাঁচতে হয়। দুবেলা ভরপেট খাবারের জোগাড় যেখানে অনিশ্চিত , সেখানে পড়নের কাপড়ের চাহিদা মেটানো একেবারেই অযৌক্তিক।

অথচ সামনেই পুজোর মরসুম , উৎসবের উদযাপনে ছেদ টানা হলেও , মনের আনন্দ কি আর বাঁধ মানে। আর বাড়ির কচিকাঁচাদের কাছে পুজোর আনন্দটাই মাটি যদি একটাও নতুন জামা না হয়। এলাকার অভাবী ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে পুজোর আগে এমনি একপরিকল্পনা নিল ‘পরিচয়’।

দূর্গাপুজোর আগে অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে বিনামূল্যে (Free) নতুন জামাকাপড় তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সংস্থার সদস্যরা । বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের পখন্না পঞ্চায়েতের গোপালপুর গ্রামে একদল যুবকের উদ্যোগে গড়ে উঠেছে ‘পরিচয়’। উদ্দেশ্য একটাই , অসহায় এই পরিস্থিতিতে এক টুকরো হাসি উপহার দেওয়া সমাজের দুঃস্থ-দরিদ্র মানুষগুলোকে।

অতিমারী পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন দিশেহারা, তখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে ‘পরিচয়’। পুজোর আনন্দে যেন সবাই সামিল হতে পারে, আপাতত সেই কর্মকান্ডে মেতেছে সদস্যরা। নিজেদের উদ্যোগে বড়জোড়া এলাকার সাধারণ মানুষর হাতে বিনামূল্যে (Free) তারা তুলে দিচ্ছেন পুজোর উপহার নতুন জামা-কাপড় । পুজোর আগে নতুন জামা-কাপড় পেয়ে খুশি এলাকার মানুষও

তবে শুধু জামা কাপড়ই নয়, অসহায়-দুস্থ পরিবারের ছেলেমেয়েদের হাতে নতুন বই,খাতা ,কলম, স্লেট-পেন্সিলের মতো শিক্ষা সামগ্রীও তারা তুলে দিচ্ছে। পরিচয়ের এই প্রয়াসে খুশি সমাজের সর্বস্তরের মানুষ।

এই মুহূর্তে

x