28 C
Durgapur
Monday, June 14, 2021

ভগবান (God) মানুষের দ্বারা সৃষ্ট না মানুষ ভগবান দ্বারা সৃষ্ট

ভগবান(God) মানুষের দ্বারা সৃষ্ট না মানুষ ভগবান দ্বারা সৃষ্ট

মানুষই দেবতা (God) গড়ে, তাহারি কৃপার পরে, করে দেব মহিমা নির্ভর।……. কবি কালিদাস রায় তাঁর চাঁদ সদাগর নামক কবিতায় এই পংক্তি তুলে যে বিতর্ক সৃষ্টি করেছেন তাহলো ভগবান (God) মানুষের দ্বারা সৃষ্ট না মানুষ ভগবান (God)দ্বারা সৃষ্ট এই নিয়েই আজ এদিনের বিষয়বস্তু।

God is not created by man, man is created by God

বহুদিন ধরেই বোলপুর ও তার সংলগ্ন যে কয়েকটি আধ্যাত্বিক তীর্থক্ষেত্র আছে তাদের মধ্যে অন্যতম নাম বীরভূম জেলার বোলপুর শহর সংলগ্ন শ্রীনিকেতনের কালী সায়ের মন্দির। সায়ের শব্দটা শুনলেই সকলের মনের মধ্যে ভেসে ওঠে এক বড় জলাশয় (water body) আর তাকে কেন্দ্র করেই কারণেই হয়তো নাম হয়েছে কালীশায়ের মন্দির। বেশ কিছুদিন ধরেই চলছিল এই মন্দিরের সংলগ্ন জলাশয় (water body) এর সংস্কারের কাজ। ঠিক শেষ মুহূর্তে এসে তৈরি হল এক অন্য রকম পরিস্থিতি,স্থানীয় সূত্রে জানা যায় জলাশয় এর মাঝে যখন মাটি কাটার কাজ চলছিল তখন হঠাৎই মাটি খনন করার যে যন্ত্র গাড়ি সেটা হঠাৎ ডুবে যেতে থাকে।তড়িঘড়ি তাকে আটকানো হয় এবং সেখানে দেখা যায় আগে থেকেই উপস্থিত থাকা এক অন্য ধরনের জলাশয়। মা কালীর মহিমার উপর সকলেইকরে বিভিন্ন রকম মতামত, শুরু হয় পূজার্চনা। ওই জায়গায় খননকার্য আপাতত বন্ধ রেখে আশেপাশের কাজ সম্পন্ন হলেও ওখানে কিন্তু দিনের পর দিন ভিড় করছে উৎসাহী মানুষের ঢল।পুকুরের মাঝখানে এসে পুজো দেওয়া থেকে শুরু করে আরাধন আর সমস্ত কাজই করতে শুরু করেছে সাধারণ মানুষ। হয়তো ভবিষ্যতে এই জলাশয় এর মাঝখানে তৈরি হতে পারে দেবীর অন্য কোন আরাধনা স্থল, বাড়তে পারে বোলপুরে পর্যটকদের আরো একটি আকর্ষণীয় ও দর্শনীয় আধ্যাত্বিক পর্যটন কেন্দ্র।

এই মুহূর্তে

x