31.2 C
Durgapur
Thursday, June 24, 2021

ডিজিটাল যুগে বিলুপ্ত গ্রিটিংস কার্ড

নরেশ ভকত, বাঁকুড়া, জেলার খবর : এখন ছোট-বড়ো সকলের হাতেই দেখাযায় মোবাইল , এই আধুনিক যুগের যাঁতাকলে পড়ে হারিয়ে যাচ্ছে বহু ঐতিহ্য । এই যেমন সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় বিলুপ্তির পথে গিটিংস কার্ডের ঐতিহ্য ।

একটা সময় নতুন বছরকে স্বাগত জানাতে প্রিয় মানুষটিকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে সকলেই গ্রিটিংস কার্ড উপর ভরসা করতো কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমেইল টুইটার গ্রিটিংস কার্ডের ( greetings card) ওপর ভরসা অনেকটাই কমিয়ে দিয়েছে । আমজনতাকে এখন আর গ্রিটিংস কার্ডের দোকানগুলিতে নতুন বছর এলে ভিড় দেখা যায় না ।

তানিয়া দে নামে এক বিষ্ণুপুর শহরবাসী বলেন , আধুনিক যুগের কবলে পড়ে গ্রিটিংস কার্ড (greetings card ) এর ঐতিহ্য হারাতে বসেছে কিন্তু আমি এখনো আমার পরিচিতদের গ্রিটিংস কার্ড দিয়ে নতুন বছরকে স্বাগত জানাই ।

বিনোদ রক্ষিত নামে এক দোকানদার বলেন , আগে চাহিদা ছিল সাধারণ মানুষের মধ্যে অনেক কিন্তু বর্তমানে সেই ভাবে আর চাহিদা নেই সেরম মানুষের মধ্যে । আগের পুরনো গ্রিটিংস কার্ড (greetings card) যেগুলো মজুত রয়েছে সেগুলি এখন বিক্রি করছি ।

এই মুহূর্তে

x