27.5 C
Durgapur
Monday, August 2, 2021

জয়পুর জঙ্গলে দেখা মিলল সাবক সহ 6 টি হাতির (elephants) দলের

জয়পুর জঙ্গলে দেখা মিলল সাবক সহ 6 টি হাতির (elephants) দলের

নরেশ ভকত, বাঁকুড়াঃ বৃষ্টির মধ্যেই জয়পুর জঙ্গলে দেখা মিলল সাবক সহ 6 টি হাতির(elephants) দলের। মেদিনীপুর থেকে 7 টি হাতির দল প্রথমে বাঁকাদহতে পৌঁছায়, সেখান থেকে হাতির দল ভাগহয়ে 1টি হাতি পিয়ারডোবাতে চলে যায়, ও বাকি হাতিগুলি জয়পুর জঙ্গলে এসে পৌঁছেছে। এই 6টি হাতির দল আপাতত বাসুদেবপুর রেঞ্জ এর কোশিবাগান এ রয়েছে। যাতে চাষের ফসলের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজরে রেখেছে হুলা পাটির দল।

এই মুহূর্তে

x