নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়ায় ঝুলন্ত (Hanging) অবস্থায় উদ্ধার মৃত মহিলা পুলিশকর্মীর দেহ। ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য এলাকায়। জানা গেছে, ওই মহিলা পুলিশকর্মী জেলা পুলিশের সি.আই অফিসে কর্মরত ছিলেন। মৃতার নাম সুজাতা সাউ, বাঁকুড়ার রাইপুর এলাকার বাসিন্দা।
২০১২ সালে জুনিয়র কনস্টেবল হিসেবে রাইপুরের সুজাতা সাউ বাঁকুড়া জেলা পুলিশে যোগ দেন। গত তিন মাস ধরে ১৭ নম্বর ওয়ার্ডের পাটপুরে একটি বাড়িতে ভাড়া ছিলেন তিনি । সেই বাড়ি থেকেই এদিন ফ্যানে ঝুলন্ত (Hanging) অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় । খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
মৃতার আত্মীয়রা জানান, প্রায় দিনই টেলিফোনে কথা হতো। কি করে এই ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না । তাঁরা এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তারা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ১৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ দাস , জেলা অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল সামন্ত ।