নিজস্ব সংবাদদাতা, পানাগড়: বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে কর্মবিরতির ডাক দিয়ে অবস্থান বিক্ষোভে বসল কাঁকসা ব্লকের স্বাস্থ্য কর্মীরা (Health workers) ।
প্রসঙ্গত, কর্মক্ষেত্রে সুনিশ্চিতকরণ , বেতন বৃদ্ধির দাবি জানিয়ে মঙ্গলবার রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে ন্যাশানাল হেলথ মিশনের পশ্চিমবঙ্গ শাখা কমিটি । সেই কর্মসূচি অনুযায়ী এদিন পানাগড় ব্লক প্রথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান ন্যাশানাল হেলথ মিশনের অন্তর্ভুক্ত স্বাস্থ্যকর্মীরা (Health workers) ।
আন্দোলনকারী স্বাস্থ্যকর্মীরা (Health workers) জানান , দীর্ঘদিন ধরে কম বেতনে চুক্তি ভিত্তিক কাজ করে আসছেন তারা । করোনা আবহে নিত্যদিন তাঁদের পরিষেবা দিয়েছেন । মহামারী পরিস্থিতিতে বাড়ি বাড়ি স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দিলেও বাড়ছে না বেতন। এমনকি তাদের স্থায়িকরণ পর্যন্ত করা হচ্ছে না ।
স্বল্প বেতনে সংসার চালানো দায় হয়ে পড়েছে। তাই দ্রুত বেতন বৃদ্ধি,কর্মে স্থায়ী করণ সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হন স্বাস্থ্যকর্মীরা (Health workers)।